• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাবিতে ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু 


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২, ০৯:৫৬ এএম
জাবিতে ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বাস্থ্যবিধি মেনে ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্ববিদ্যালয়ের অফিস পূর্বের ন্যায় সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকবে।” 

চলতি বছর ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন সশরীরে ক্লাস-পরীক্ষা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। ৭ ফেব্রুয়ারি থেকে সকল ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বন্ধ থাকে সশরীরে ক্লাস।
 

Link copied!